অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


"রৌপ্য ইলিশ" অ্যাওয়ার্ড পেলেন প্রফেসর পারভীন আখতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জুন ২০২২ বিকাল ০৫:০৭

remove_red_eye

৪১৩

এম শরীফ আহমেদ।।  বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ "রৌপ্য ইলিশ" অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ভোলা জেলা রোভার কমিশনার,ভোলা ওপেন স্কাউটস গ্রুপ এর প্রতিষ্ঠাতা ও ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতারকে। 
 
স্কাউট আন্দোলনের সম্প্রসারণ ও সার্বিক উন্নয়নের ক্ষেত্রে অবদান রাখায় গত ২৭জুন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।
 
এমন অ্যাওয়ার্ড পাওয়ায় ভোলার বিভিন্ন পেশার মানুষ বিষয়টিকে স্যোশাল মিডিয়া ফেসবুক এ শেয়ার করেন।
 
ভোলা জেলা রোভারের সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন,একজন নারী হয়ে পারভীন আখতার ম্যাডাম নিরলসভাবে যে সামাজিক কাজগুলো করছেন তা সত্যিই প্রশংসনীয়।ভোলা জেলার স্কাউটসকে তিনি যেভাবে আগলে রেখেছেন তা বলে শেষ করা যাবেনা।তার কাজে আমরা সবাই মুগ্ধ।আমরা কাজ করতে করতে বেশিরভাগ সময় হাঁপিয়ে উঠি। কিন্তু তাকে কখনো দেখিনি হাঁপিয়ে উঠতে। 


প্রফেসর পারভীন আখতার বলেন,আসলে যেকোনো কাজ করতে হলে সেটার প্রেমে পড়তে হয়।সোজাসাপ্টা বলতে গেলে আমি স্কাউটসের প্রেমে পড়ে গেছি।আমি কর্মরত অবস্থায়ও শত ব্যস্ততার মাঝেও স্কাউটিংয়ের নানা কাজকর্ম করেছি। অবসরে এসেও আমি কোনো বসে নেই।প্রতিনিয়ত আমি আমার ভালোলাগার কাজটা করছি। আর আমি কখনো অ্যাওয়ার্ড পাওয়ার আশায় কাজ করিনি। ভালো লাগা থেকেই এসব করে যাচ্ছি। মৃত্যুর আগ পর্যন্ত এমন সামাজিক কাজ করে যেতে চাই। 

 




 





আরও...