অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখান মৎস্যজীবী দলের সভাপতি সামছুদ্দিন সম্পাদক আলী বেপারী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জুন ২০২২ সকাল ০৬:০৫

remove_red_eye

৩০৫

ভোলার দৌলতখান উপজেলা মৎস্যজীবী দলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার ( ২৫ জুন) ভোলা শহরের জেলা মহাজনপট্টিস্থ  জেলা মৎস্যজীবী দলের কার্যালয়ে দৌলতখান উপজেলা মৎস্যজীবী দলের নেতাকর্মীদের হাতে এ কমিটি হস্তান্তর করা হয়।

নতুন কমিটিতে সভাপতি সামছুদ্দিন কোম্পানি, সিনিয়র সহ-সভাপতি শফিউল্লাহ শফু,  সাধারণ সম্পাদক আলী বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক-১ নাজিম উদ্দীন নাদিম,  মো. ফরিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক-২ করে ৮১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেন জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. ইউছুফ হোসেন লিটন ও সদস্য সচিব মো. সাব্বির আলম চৌধুরী।

কমিটি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্য উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার,মিজাম উদ্দিন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোহাম্মদ জসিম, সহ-সাংগঠনিক মাহাবুব মোরশেদ কুট্টি, দৌলতখান পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল সহ জেলা ও দৌলখান উপজেলার মৎস্যজীবী দলের নেত্রীবৃন্দ।