অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় শিশুর ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও শিশু পাচার বিষয়ক কর্মশালা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জুন ২০২২ রাত ১০:৪৫

remove_red_eye

২৯৯


বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষ্য নিয়ে ভোলায় বাংলাদেশ গালর্স গাইড এসোসিয়েশন ভোলা জেলা শাখার আয়োজনে শিশুর ব্যক্তিগত স্বাস্থ্য পরিচ্ছন্নতা ও শিশু পাচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে ভোলা ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ভোলা সদর উপজেলার ৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন  হলদে পাখি সদস্য ও বিজ্ঞ পাখী (শিক্ষিকা) বৃন্দ  এতে অংশ গ্রহন করে থাকেন।
এর আগে কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন  অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামীন।
জেলা কমিশনার আফরোজা আক্তার এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে এম সালেহ উদ্দিন,স্থানীয় কমিশনার সাবেক অধক্ষ্য খালেদা খানম,সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদাউস ইতি,নাজমুন নাহার রুনা,হামিদা বেগম প্রমুখ।
 অনুষ্ঠানে বক্তরা বলেন,ছাত্রীদের চরিত্রবান,সুশৃঙ্খল,পরোপকারী,আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে গালর্স গাইডস কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
হলদে পাখির যারা সদস্য হয়েছে তাদের সুশৃঙ্খল হয়ে গড়ে তুলতে এই ধরনের কর্মশালার আয়োজন।এর মাধ্যমে তারা বাড়িতে মায়ের কাজে সহযোগীতা করবে,বৃক্ষরোপন, শিশু পাচার প্রতিরোধ, স্যানিটেশন কার্যক্রম বৃদ্ধি,ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে হলদে পাখি সচেষ্ট থাকবে।
উল্লেখ্য,সংগঠটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো হলদে পাখি বড়দের কথা মানবে। হলদে পাখি একমত হয়ে কাজ করবে।







আরও...