অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় অজ্ঞাত কিশোরীর মৃত্যু দুই দিন পরও পরিচয় মিলেনি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুন ২০২২ রাত ১১:৪৮

remove_red_eye

২৮২



বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা অজ্ঞাত পরিচয়ে  উদ্ধার হওয়া এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই কিশোরীর কোন পরিচয় যাওয়া যায়নি। তাকে শনাক্ত করার জন্য ডিএনও নমুনা সংগ্রহ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানায, বিকেলের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ অজ্ঞান অবস্থায় কিশোরীকে বুধবার বিকালে সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পালোয়ান বাড়ীর সামনের রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে থানা পুলিশের নারী ও শিশু হেল্প ডেক্স এর তত্ববধানে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স আনুমানিক ১৭বছর।
 ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, স্থানীয় কেউ ওই কিশোরীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। এর জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। তার ময়নাতদন্ত করা হয়েছে। এছাড়াও ভোলা থানায় একটি ইউডি মামলা হয়েছে। তাকে আঞ্জুমানের মাধ্যমে দাফন করা হবে।





আরও...