অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্মশালায়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুন ২০২২ রাত ১০:৩২

remove_red_eye

৩১৬


প্রবেশ ও ব্যবহার বন্ধে   চেকপোষ্টসহ  নজরদারী ও সামাজিক আন্দোলন গড়তে ৪০ প্রস্তাব


বিশেষ প্রতিনিধি :  ভোলায় মাদক প্রবেশ করছে নৌপথে। লঞ্চ, ফেরি ও ট্রলারঘাটে চেকপোস্ট বসানোর পাশপাশি নৌ-পথে নজরদারি বাড়ানোরসহ সামাজিক আন্দোলন গড়ে তুলতে ৪০টি প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার মাদক নির্মূলে সমন্বিত পরিকল্পনা বিষয়ক এক কর্মশালায় এমন প্রস্তাব করেন অংশগ্রহণকারী বিভিন্ন দফতরের প্রতিনিধিরা। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে। জেলা সার্কিট হাউসে অনুষ্ঠিত ওই কর্মশালায় জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরীর সভাপতিত্বে ইস্যু ভিত্তিক বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আরিফ আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু , উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, অধ্যক্ষ সাফিয়া খাতুন । অংশগ্রহণকারী ৪০ জন লিখিত প্রস্তাব তুলে ধরেন। জেলা ভোলায় প্রতিনিয়ত মাদক প্রবেশ করছে বলে জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম। এই প্রবেশ ঢেকাতে পরিকল্পনা গ্রহণ করা হয়। ভোলায় বেশিরভাগ ক্ষেত্রে মাদক পরিবহনে নারীদের ব্যবহার করা হচ্ছে। চট্টগ্রাম , কক্সবাজার, কুমিল্লা, বা²্রণবাড়িয়া অঞ্চল থেকে মাদকের চালান আসছে। ভোলার উপর দিয়ে বরিশালও যাচ্ছে। এই সব ট্রানজিট বন্ধ করতে সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই বলেও জানান অংশ গ্রহণকারীরা। নদীতে টহলে থাকা কোস্টগার্ড , নৌ-পুলিশকে এ বিষয়ে বিশেষ অভিযান শুরু করতে বলা হয় প্রস্তাবে। ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, সোমবার বাপ্তা ইউনিয়নে দুটি গাঁজা গাছের সন্ধান পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাছ দুটি জব্ধ করেছে। দুটি গাছে ছিল প্রায় দুই কেজি ওজনের পাতা। এর আগে পশ্চিত ইলিশা এলাকা থেকেও গাজার গাছ জব্ধ করা হয়ে ছিল। বিভিন্ন বাড়িতে গোপনে এমন মাদকের চাষ করছে চিহ্নিত কিছু ব্যক্তি। এই সব কাজ বন্ধ করতেও প্রস্তাব রাখা হয়। স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে মাদক সেবনের প্রবনা দেখা যাচ্ছে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি বাড়ানোর পাশপাশি মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করার অভ্যাস গড়ে তোলার প্রস্তাব দেন অধ্যক্ষ সাফিয়া খাতুন।





আরও...