অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই জুন ২০২২ রাত ১০:৩২

remove_red_eye

২৯৯




বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলায় গ্রীস্মকালীন হাইব্রিড টমেটো উৎপাদনের আধুনিক কলাকৌশল শীর্ষক কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রীস্মকালীন টমেটোর অভিযোজন পরীক্ষা, উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও কমিউনিটি বেসড পাইলট প্রোডাকশন গ্রোগ্রাম শীর্ষক কর্মসূচীর  অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ, ভোলার আয়োজনে শুক্রবার (১৭ জুন) দিনব্যাপী ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মাজহারুল আনোয়ার।  ভোলা সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পটুয়াখালী সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সহিদুল ইসলাম খান, গাজীপুরের সরেজমিন গবেষণা বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মসূচী পরিচালক ড. মোঃ ফারুক হোসেন, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।
এসময় বক্তারা বলেন, গ্রীস্মকালীন হাইব্রিড কমেটো একটি লাভজনক সফল। বাজারের এটির চাহিদা অনেক থাকায় বাজার দামও অন্যান্য টমেটোর চেয়ে অধিক পাওয়া যায়। তাই সবাইকে গ্রীস্মকালীন টমেটো চাষের জন্য আহবান জানান তারা।
দিনব্যাপী প্রশিক্ষণের ভোলার সাত উপজেলার প্রায় শতাধিক কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।






আরও...