অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে কারাতে প্রতিযোগিতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুন ২০২২ রাত ১১:৩২

remove_red_eye

৪৯৫

  “ আর নয়  বাল্য বিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’’ এই ¯েøাগানকে সামনে রেখে উপকূলীয় জেলা ভোলার  কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে ৩ দিন ব্যাপী কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সমাপনী দিনে ভোলার শিল্পকলা একাডেমী ফাইনার রাউন্ডে ৩ টি উপজেলার ৪০ জন কিশোরী ১০ টি ইভেন্টে এতে অংশ নেয়। এর মাধ্যমে কিশোরীরা  আত্মরক্ষার জন্য কৌশল শিখার মাধ্যমে শারিরিক ও মানসিক দৃড়তাতা অর্জন করতে সক্ষম হয়েছে।

এর মাধ্যমে যেকোন ধরনের নির্যাতন রোধে নিজেরাই সক্ষমতা অর্জন করে বাল্য বিয়ে রুখে দিতে পারবে। সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন ভোলা জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী ।  এসময় উপস্থিত ছিলেন- প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কর্মকর্তা তৌফিক উল করিম, সুশীলন এর টিম ম্যানেজার মো: রকিবুল বাহার,ভোলা জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী ইয়ারুল আলম লিটন প্রমুখ।   


গেøাবাল অ্যাফেয়ার্স কানাডার আর্থিক সহযোগিতায় ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ প্রকল্পের অংশ হিসেবে এই কারাতে প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা  বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।


এই প্রশিক্ষণে ভোলার দৌলতখান,বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ১৭০ জন কিশোরী অংশগ্রহন করেন। ফাইনাল রাউন্ডে ৪০ জন অংশ গ্রহন করেন।