অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই জুন ২০২২ রাত ১১:২৯

remove_red_eye

৩১৫

 ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর মেয়র ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. রফিকুল ইসলাম। আরো বক্তৃতা করেন,  পরিচালনা পর্ষদের সদস্য মো. ফয়েজউল্যাহ, সিনিয়র সহকারী শিক্ষক ছবির আহমেদ, বিধু ভূষন দাস আমির হোসেন, মমতাজ বেগম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধী সমাজ উপস্থিত ছিলেন।