অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


দৌলতখানের চরে সন্ত্রাসী হামলা গরু ভেড়া ও ট্রাক্টর লুট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুন ২০২২ রাত ১১:২৭

remove_red_eye

৩১০

 ভোলার দৌলতখানে মধ্যমেঘনার চর নেয়ামতপুর হাজারিতে কৃষক ও গরু মহিষের রাখালদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে ও লাঠির আঘাতে গুরুতর তিনজন সহ পাঁচজন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে দৌলতখান হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় হামলাকারীরা ট্রাক্টর মালিক সালাউদ্দিনকে বেধড়ক পিটিয়ে তার কাছ থেকে ১ লাখ আট হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ওই টাকা কৃষকদের কাছ থেকে ট্রাক্টরের ভাড়া বাবত পেয়েছেন বলে সালাউদ্দিন দাবি করেন।

দৌলতখান হাসপাতালে ভর্তি গুরুতর আহতরা হলেন মৃত ছিদ্দিকের ছেলে কালু মাঝি, মফিজের ছেলে মো: বাচ্চু ও মৃত আবদুর রশিদের ছেলে মো: সালাউদ্দিন। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে আটটার দিকে।


সরেজমিন গেলে স্থানীয়রা ও হামলায় আহতরা জানান, বুধবার রাত সাড়ে আটটার দিকে বিল্লাল, জিলাদার, বশির হাওলাদার, ভুট্টু ফিটার, কামাল, নিজাম, হুমায়ুন,শাহিন, হাসান, মোক্তার, আক্তার, আজাদ, দুলাল ও আবদুল্লার নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এক নং গুচ্ছগ্রামের উত্তর পাশে হুঙ্কার দিয়ে বলে এই চর ভোলা সদরের। তোরা দৌলতখানের মানুষ এই চরে থাকতে পারবিনা বলে চরবাসীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় লোকজন ভয়ে পালিয়ে গেলে হামলাকারীরা পৌর কাউন্সিলর আলমগীর হোসেনের ১৫ টি গরু, জহুর ইসলামের ৭ টি গরু, সুমনের ৫ টি গরু, মাকসুদের ৮ টি গরু ও ইসমাইলের ২০ টি ভেড়া একটি ট্রলারে তুলে নিয়ে যায়।

এ সময় চরবাসীর জমি চাষের জন্য ভাড়া করে আনা একটি ট্রাক্টর ও হামলাকারীরা ট্রলারে তুলে নেয়। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার থানার উপপরিদর্শক শাহাদাৎ সংগীয় ফোর্স নিয়ে ওই চরে অভিযানে গেলে একটি খালের মধ্যে ট্রাক্টরটি ডুবন্ত অবস্থায় দেখতে পায়। অভিযান কালে হামলার সাথে জড়িত সন্দেহ মোস্তফা জমাদারের ছেলে বিল্লালকে আটক করে পুলিশ।


এ ব্যাপারে দৌলতখান থানার ওসি বজলার রহমান বলেন, এঘটনায় কাউন্সিলর আলমগীর হোসেন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত চালাচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।