অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় গোপন মিটিংয়ের সময় ৮ জামায়াত নেতা-কর্মী আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই জুন ২০২২ রাত ১০:৫৫

remove_red_eye

৩৩৩


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জিহাদী বইসহ জামায়াতের ৮ নেতা-কর্মীকে আটক করা হয়েছে । ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন বাজার এলাকা থেকে গোপন মিটিং চলাকালে জামায়াতের নেতা-কর্মীদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জিহাদী বই, সংগঠনের চাঁদা আদায়ের রশিদ, নতুন সদস্য ফরম ও নগদ ৯ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়। ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন বৃহস্পতিবার রাত  ১০ টায় এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ,এনএসআই ও স্থানীয় সূত্রে জানাগেছে, ইলিশা জংশন বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাওলানা মোফাজ্জল হোসাইন স্মৃতি পরিষদ ও ইসলামী পাঠাগারে বসে নাশকতার পরিকল্পনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৮ জন জামায়াত নেতা-কর্মীকে আটক করা হয়। এ সময় জিহাদী বই, সংগঠনের চাঁদা আদায়ের রশিদ, নতুন সদস্যফরম উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।
ভোলা মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে ভোলা মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







আরও...