অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে কিশোরীদের আত্মরক্ষায় কারাতে প্রতিযোগীতা অনুষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই জুন ২০২২ রাত ১১:০৮

remove_red_eye

৩০২


 বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ৬০ জন কিশোরীর ৩২ দিন প্রশিক্ষণ শেষে কারাতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে কানাডার গ্লোবাল এ্যাফেয়ার্সের অর্থায়নে প্লান ইন্টারন্যাশনালের কারিগরী সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ ওই প্রতিযোগীতার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন। সুশীলণের উপজেলা সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান। তিনি বলেন, ‘উপকূলীয় এলাকায় মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগেন। সামাজিক নিরাপত্তায় মেয়েদের মানসিক ও শারীরিক বিকাশে কারাতে প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাহাউদ্দিন, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাপোর্ট ইন্টিগ্রেশন স্পেশালিষ্ট  মো. শহিদুল ইসলাম, এসআরএইচআর মো. তৌফিকুল করিম চৌধুরী, সুশীলনের টিম ম্যানেজার মো. রকিবুল বাহার, প্রশিক্ষক মো. সালাউদ্দিন ভূঁইয়া প্রমুখ। প্রশিক্ষণের বিষয়ে উন্নয়ন সংস্থা সুশীলনের টিম ম্যানেজার মো. রকিবুল বাহার জানান, বাল্যবিয়ে প্রতিরোধ প্রকল্পের আওতায় কানাডার গেøাবাল এ্যাফেয়ার্সের অর্থায়নে প্লান ইন্টারন্যাশনালের কারিগরী সহযোগীতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘সুশীলন’ উপজেলার পিছিয়ে পড়া কিশোরীদের সক্ষমতা, আত্মবিশ্বাস ও নিজের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কারাতের প্রশিক্ষণ দিচ্ছে।