অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দৌলতখানে প্রশিক্ষণ কর্মশালা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুন ২০২২ রাত ১০:৩৮

remove_red_eye

২৮৪



দৌলতখান প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দৌলতখানে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারান্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা প্রশাসক  মোঃ তৌফিক-ই-লাহী চৌধ্রুী।
প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ হলো, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা,  সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ, এ ১০টি বিশেষ উদ্ভাবনী নিয়ে ভোলা জেলা প্রশাসক  মোঃ তৌফিক-ই-লাহী চৌধ্রুী ভিডিও কনফারান্সে আলোচনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া, আইনুন নাহার রেনু, এলজিইডির উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনিসুর রহমান সহ বিভিন্ন সরকারি- বেসরকারি কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিক বৃন্দ প্রমুখ।