অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাসনে ১৯০ জেলেদের মাঝে লাইফ বয়া বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০১৯ রাত ১০:৪৪

remove_red_eye

৮০২

চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শনিবার মাদ্রাজ ইউনিয়নের সামরাজ মৎস ঘাটে ১৯০ জন জেলের মধ্যে লাইফ বয়া বিতরন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন ট্রলার ডুবির ঘটনা আর যাতে পূনরাবৃত্তি না ঘটে তার জন্য সকল ট্রলার মালিক এবং আড়ৎদারদেরকে ট্রলারে জন প্রতি লাইফ বয়া বা লাইফ জ্যাকেট থাকা নিশ্চিত করতে হবে এবং প্রশাসন থেকে পাওয়া আবহাওয়ার পূর্ভাবাস মেনে সাগরে যাওয়া বা না যাওয়া চিন্তা করতে হবে। আবহাওয়ার সংকেত থাকলে জেলেদের মাছ শিকারে না যেতে আহবান করেন। আমাদের দেয়া ১৯০ টি লাইফ বয়া সিন্ধুতে বিন্দুর মত। চেষ্টা করবো দেখি আরো কিছু করতে পারি কি না।