অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভারতে মহানবী (স.)কে কটূক্তির প্রতিবাদে ভোলায় বিশাল বিক্ষোভ মিছিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২২ রাত ১১:২৭

remove_red_eye

৩৮৩




মোঃ ইসমাইল :  মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদে ভোলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী আন্দোলন ভোলা জেলা শাখা।
শুক্রবার (১০জুন) জুমার নামাজের পর শহরের হাটখোলা জামে মসজিদ চত্বরে প্রতিবাদ সভা করেন। এসময় শহরের বিভিন্ন মসজিদ থেকে মিছিল নিয়ে হাজার হাজার মুসল্লীরা সভাস্থলে উপস্থিত হয়। সভা শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বরিশাল দালানের সামনে গিয়ে শেষ হয়।
সভায় বক্তব্য রাখেন,  ভোলা জেলা সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের সেক্রেটারি মাওলানা মোবাশ্বিরুল হক নাইম, দৈনিক আজকের ভোলার সম্পাদক মু. শওকাত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা আতাউর রহমান, মাওলানা মিজানুর, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ভোলা ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির সেক্রেটারি মাওলানা তাজউদ্দিন ফারুকী, খলিফা পট্টি মসজিদের খতিব মাওলানা মুজির উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা ওবায়েদ বিন মোস্তফা,  জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় নেতা আব্দুর রহমান চৌধুরী প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তাঁরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।


বক্তারা বলেন, ধর্মীয় অপবাদ ছড়িয়ে ভারতীয় ক্ষমতাসীন দল বিজেপি একটি বিশেষ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাদের এমন কর্মকাÐ গোটা ভারতীয় উপমহাদেশে সাম্প্রসায়িক সম্প্রীতি বিনষ্টের স্পষ্ট পায়তারা। এছাড়া তারা সম্প্রীতির বাংলাদেশে হিন্দুত্ববাদী গোষ্ঠিকে উসকে দিয়ে হিন্দু-মুসলিমদের মধ্যে বিদ্যমান পারস্পারিক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।

বক্তারা আরও বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এছাড়াও ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটুক্তির প্রতিবাদে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানিয়েছেন তাঁরা।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বোরহানউদ্দিনের বিভিন্ন মসজিদের ধর্মপ্রাণ মুসল্লীরা। শুক্রবার বার (১০ই জুন) জুমা’বাদ ভারতে বিশ্ব নবীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বোরহানউদ্দিন পৌর বাজার, বোরহানগঞ্জ বাজার, হাসান নগর, কাজীর হাট, টবগী ইউনিয়ন ও বড়মানিকাসহ বিভিন্ন মসজিদের মুসল্লীরা বিক্ষোভ মিছিল বের করে। বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতা-কর্মী সহ ধর্মপ্রাণ মুসলমানেরা এ প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করেন।





আরও...