অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিতের লক্ষে ভোলায় কর্মশালা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২২ রাত ১২:১১

remove_red_eye

২৫৯

 মাতৃভাষা বাংলার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করার লক্ষে ভোলায় "সর্বস্তরে বাংলা ভাষা ঃ শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে " শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ড. ইউসুফ খান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফার¤œক এর সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অংশ নিয়েছেন। ছায়ানীড় নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কর্মশালার আয়োজন করছে।


কর্মশালায় মূল আলোচক ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি দৈনন্দিন জীবনে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করার ব্যপারে বক্তব্য উপস্থাপন করেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ছায়ানীড়ের উপদেষ্টা মো. সামছুল আলম।


এছাড়া কর্মশালায়  ইলিশা ইসলামিয়া মডেল কলেজের অধ্যক্ষ মাজাহারুল ইসলাম, ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান,  নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক জুন্নু রায়হান,  আলতাজের রহমান কলেজের সহকারী অধ্যাপক হালিমা আক্তার ঝরনা, ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন।





আরও...