অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর দশ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুন ২০২২ রাত ১১:৩৩

remove_red_eye

২৭৫

 ভোলার বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন।


দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ হচ্ছে নারীর ক্ষমতায়ন, আবাসন প্রকল্প, শিক্ষা সহায়তা, ডিজিটাল বাংলাদেশ, পল্লী সঞ্চয় ব্যাংক, কমিউনিটি ক্লিনিক ও শিক্ষার মানুষিক বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক সুরক্ষা কর্মসূচী ও সবার জন্য বিদ্যুৎকর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিষার মো. সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তপতী চৌধুরী, বড়মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিমউদ্দিন হায়দার, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মো. জসিমউদ্দিন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন,

ভোলা পল্লী বিদ্যুতের এজিএম মো. মমিনুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মো. মিজানুর রহমান হাওলাদার, বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক এমএইচ শিপন, মো. মনিরুজ্জামান, ইন্দ্রজিত দে প্রমুখ। কর্মশালায় বিভিন্ন সরকারি- বেসরকারী দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।  
....