অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় দুর্যোগ মোকাবেলায় ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালী করতে প্রশিক্ষণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুন ২০২২ রাত ১২:৫২

remove_red_eye

২৭৬

 ভোলা জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী বলেছেন,দুর্যোগপ্রবণ ভোলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালীকরণ আবশ্যক। প্রতিনিয়ত আমাদেরকে দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে। কমিটির সকল সদস্য প্রশিক্ষত হলে, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে পারেন। সোমবার ভোলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে শক্তিশালী করতে  ৪০ জনকে নিয়ে দিন ব্যাপী এক কর্মশালার উদ্বোধনীতে জেলা প্রশাসক এ কথা বলেন।  দুর্যোগকালীন সময়ে জরুরী পদক্ষেপ নেয়াসহ দুর্যোগ মোকাবেলায় করুনীয় শীর্ষক এই কর্মশালায় বিভিন্ন দফতরের কর্মকর্তারা ও প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক ও রিসার্স পারসন নিতাই চন্দ্র দে সরকার। এ সময় ভোলার ৭০ এর বন্যা , ৯১ ’র ঝড়, সিডোর, আইলা, আম্পানের ক্ষতির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন,  অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওরাদার, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা শিক্ষা অফিসার মধাব চন্দ্র দে ।





আরও...