অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


সীতাকুন্ডে অগ্নিকান্ডে নিহতদের জন্য লালমোহন প্রেসক্লাবের দোয়া মোনাজাত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুন ২০২২ রাত ১২:৪৫

remove_red_eye

২৫৩

 চট্টগ্রামের সীতাকুন্ডে মর্মান্তিক অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ভোলার লালমোহনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।


প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় দোয়া মোনাজাতে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনায় সারাদেশবাসী মর্মাহত। এতে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক। আহতদের দ্রæত সুস্থতা কামনা করি।


এসময় আরও উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুস সাত্তার, সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, এনামুল হক রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম মাকসুদ, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক শাহিন কুতুব, বার্তা সম্পাদক হাসান পিন্টু, দপ্তর সম্পাদক সালাম সেন্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শংকর মজুমদার, প্রচার সম্পাদক আব্দুর রহমান নোমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন প্রমূখ অংশগ্রহণ করেন।





আরও...