অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে:এমপি মুকুল


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জুন ২০২২ রাত ১০:৩৮

remove_red_eye

৩১১




প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ

দৌলতখান প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে দৌলতখানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার  বিকালে  উপজেলা আওয়ামীলীগের উদ্যােগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।  মিছিলটি দৌলতখান পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত  সমাবেশে টেলিকনফারেন্সে  বক্তব্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল বলেন,আওয়ামী লীগ ষড়যন্ত্রকে ভয় পায় না। আওয়ামী লীগ সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।
তিনি  বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা।  কিš‘ তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দেবে না আওয়ামী লীগ।
এসময় উপ¯ি’ত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,  যুগ্ম সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক  আলহাজ্ব হামিদুর রহমান  টিপু প্রমুখ। বিক্ষোভ কর্মসূচীতে উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের  নেতা-কর্মীরা অংশ নেন।