অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতায় বিজয়ীদের সংবর্ধনা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০১৯ রাত ১০:০১

remove_red_eye

৭০৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতা ২০১৯ এ জেলা পর্যায়ের বিজয়ীদেও সংবর্ধনা ও নজরুল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে গান ,কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিররনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ভোলা জেলা শিশু একাডেমিতে এই পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের মাঝে পুরষ্কার বিতরন করেন ভোলা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহমুদুর রহমান।
জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতার বিজয়ীদের পুরষ্কার বিতরন ছাড়াও একই সঙ্গে নৃত্যে জাতীয় পর্যায়ে স্বর্নপদক প্রাপ্ত শিশু একাডেমীর ৫ জন প্রশিক্ষনার্থীকে সম্মাননা প্রদান ও প্রাক প্রাথমিক ও শিশু বিকাশের শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক বিতরন করা হয়। এদিকে নজরুল ও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আবৃত্তি প্রতিযোগীতায় শিশুদের ক বিভাগে প্রথম স্থান অর্জন করেন সিয়েনা তাসকিয়া পূণ্য ।