অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলার মেঘনা নদীতে ধরা পরেছে ৯ কেজি আইর মাছ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা জুন ২০২২ রাত ১২:৪০

remove_red_eye

৩০৪৩

ভোলার মেঘনা নদীতে মোঃ আলাউদ্দিন নামে এক জেলের জালে ধরা পরেছেন ৯ কেজি ৭০ গ্রামের একটি আইর মাছ। পরে আইর মাছটি মৎস্য ঘাটে নিয়ে নিলামের মাধ্যমে ১০ হাজার ৪৪০ টাকায় বিক্রি করেন ওই জেলে। বৃহস্পতিবার (২ জুন) সকালে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি পয়েন্টের মেঘনা নদীতে ধরা পরে ওই আইর মাছটি।


তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মোঃ জসিম ব্যাপারী জাগো নিউজকে জানান, আলাউদ্দিন নামে ওই জেলে তার সঙ্গীদের নিয়ে সকাল থেকে তুলাতুলি পয়েন্টে মেঘনা ইলিশ শিকার করার জন্য জাল ফেলেন। পরে তার জালে অন্যান্য মাছের সাথে ওই ৯ কেজি ৭০ গ্রামের আইর মাছটি উঠে এসে। পরে তিনি তুলাতুলি মৎস্য ঘাটে বিক্রি করার জন্য নিয়ে আসেন। এরপর নিলামের মাধ্যমে মাছটি আমি ১০ হাজার ৪৪০ টাকা সর্ব্বোচ দাম ধরে ক্রয় করি।


তিনি আরো জানান, ভোলার মেঘান নদীর আইর মাছ খেতে অনেক সুস্বাদু হওয়ায় ঢাকা ও খুলনার পাইকারী আড়তদে এটির চাহিদ অনেক বেশি। এটি আজ বিকেলে খুলনার পাইকারী আড়তদে বিক্রির জন্য পাঠাবো। এবং খুলনার পাইকারী আড়তদে আমি এটি ১৫ থেকে ১৬ হাজার টাকা বিক্রি করতে পারবো বলে আশা করছি। এছাড়াও ভোলার মেঘনা নদীতে এত বড় সাইজের আইর মাছ ৩/৪ বছর পর পর ধরা পরে বলেও তিনি জানান।