অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে ৭৬০ বস্তা সরকারি চাল জব্ধ ,আটক-১


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা জুন ২০২২ রাত ১২:৩১

remove_red_eye

৩১৩

 ভোলার তজুমদ্দিন উপজেলা সদরের এক ব্যবসায়ীর গুদাম থেকে ৭৬০ বস্তায় ৩৮ টন সরকারি চাল জব্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম। বুধবার রাত ১০টায় ওই চালসহ একজনকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ মিজান। বৈধ কোন কাগজ দেখাতে না পারায় বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়।


ইউএনও জানান, ওই চাল কাজের বিনিময় খাদ্য কর্মসূচির ছিল , তাদের কাছে চাল বিক্রি করে ওই টাকায় কাজ সম্পন্ন করার কথা ছিল বলে জানান আটক মিজান। চাল ক্রয় করেন মিজানের ভাই ব্যবসায়ী নুরনবী। এই চাল স্থানীয় সংসদ সদস্যের টিআর বরাদ্দের বলেও জানান প্রকল্পের চেয়ারম্যান । তবে কে বিক্রি করেছেন তা তিনি জানেন না। ইউএনও মরিয়ম বেগম জানান, গুদামে সরকারি চাল মজুদ রয়েছে খবর পেয়ে তিনি রাতেই অভিযান করেন। পরীক্ষা নিরীক্ষার পর গুদামের সব চাল জব্ধ করে তার কার্যালয়ে নিয়ে আসেন। ওই চালের বিপরিতে যে কাজ প্রকল্প নেয়া হয়, তা বাস্তবায়ন হয়েছে কি না তা তলিয়ে দেখার দাবি জানান স্থানীয়রা।