অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলা জেলা শ্রমিকলীগ সভাপতি আবু তাহেরের ইন্তেকাল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুলাই ২০১৯ রাত ১০:২৮

remove_red_eye

৬৩৩

বাংলার কন্ঠ প্রতিবেদক : টানা ৩২ বছর ভোলা জেলা শ্রমিক লীগের সভাপতির পদে থাকা ত্যাগী রাজনীতিবিদ মোঃ আবু তাহের সোমবার সকাল ১১টায় দলীয় অসুস্থ্য হয়ে ভোলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে … রাজিউন)। মৃতুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহীদের রেখে যান। বিকালে তাকে ভোলা ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পৌরকাঠালী পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
এদিকে ত্যাগী এ নেতার মৃত্যুতে শোক জানানোর পাশপাশি শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব , ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, জেলা শ্রমিক লীগ সম্পাদক শাহে আলম, ভোলা প্রেসক্লাব সভাপতি দৈনিক বাংলার কন্ঠ সম্পাদক এম হাবিবুর রহমান। গত ৩২ বছরে ১১ বার শ্রমিক লীগের সম্মেলন ও কমিটিতে সাধারন সম্পাদকের পরিবর্তন হলেও সভাপতি হিসেবে প্রতিবারই নির্বাচিত হন আবু তাহের।