অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে জেলেদের ভিজিএফ'র চাল উদ্ধার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা জুন ২০২২ সকাল ১০:১৫

remove_red_eye

২৯৮

ভোলার বোরহানউদ্দিনে জেলেদের জন্য বরাদ্দের চাল নয়-ছয়ের অভিযোগে পুলিশের সহায়তায় চৌকিদারসহ ২ জনকে আটক করে তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছেন । মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান উপজেলার টবগী ইউনিয়নে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করেন।
 
জেলেদের বরাদ্দের চাল বিক্রেতা চৌকিদার মো. আনর আলী টবগী ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ডের টবগী গ্রামের বাসিন্দা। চাল ক্রেতা নাছির তালুকদার সাত নাম্বার ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের বাসিন্দা।
 
জানা যায়, মঙ্গলবার রাতে মনিরাম বাজারের চালের ব্যবসায়ী নাছির তালুকদারের দোকানে ভিজিএফ এর চাল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ইউএনও সাইফুর রহমান অভিযান পরিচালনা করেন। দোকানে চাল না পেয়ে তার বাড়ির একটি কক্ষে অভিযান চালিয়ে ৮-৯ বস্তা চাল পেয়ে ওই কক্ষ সীলগালা করে দেন। ওই সময় তিনি নাছির তালুকদারসহ চাল বিক্রেতা চৌকিদার মো. আনর আলীকে আটক করে নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই দুইজনকে থানা হেফাজতে দেয়া হয়।
 
তবে আটকের আগে চাল বিক্রেতা এক ভিডিও সাক্ষাৎকারে বিশ বস্তা চাল ক্রয়ের কথা স্বীকার করেন।
 
দৃষ্টি আকর্ষণ করা হলে টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদ্দিন হাওলাদার জানান, চাল বিতরণের সময় চৌকিদাররা অমানুষিক পরিশ্রম করেন। খাবার জন্য ১২ জন মেম্বারের কাছ থেকে ১ টি করে চালের কার্ড তাঁদের দেয়া হয়েছে বলে শুনেছি। আইনগত ভাবে চৌকিদারদের চালের কার্ড দেয়া যায় কীনা এ প্রশ্নে তিনি জানান, যায়না। তবে আমি দায়িত্ব নিয়েছি মাত্র চার মাস। এগুলো আগেই ছিল।
 
উপজেলা মৎস্য কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) আলী আহমদ আকন্দ জানান, এ তালিকা পূর্ববর্তী কর্মকর্তার করা। তবে হালনাগাদের জন্য ইউনিয়ন পরিষদে চিঠি দিয়েও জবাব পাওয়া যায়নি ।
 
বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান,পুলিশ বাদী হয়ে ওই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বুধবার তাঁদের কোর্টে প্রেরণ করা হয়।
 
উপজেলা নির্বাহি অফিসার মো. সাইফুর রহমান জানান, চাল ব্যবসায়ী নাছির তালুকদার সরকারি চাল বস্তা পাল্টিয়ে তার বাসায় রাখেন। ওই চাল রাখার রুম সীলগালা করে দেয়া হয়েছে। চাল বিক্রেতা চৌকিদার আনর আলী এবং নাছির তালুকদারকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।