অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় আর্থিক অপচয় রোধ করতে ও শরীর ভালো রাখতে তামাল কর ও মূল্য বৃদ্ধির দাবী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা জুন ২০২২ সকাল ১০:১৫

remove_red_eye

২৯৭

ভোলায় নিন্ম আয়ের মানুষের আর্থিক অপচয় রোধ করতে এবং তরুন সমাজের শরীর ও স্বাস্থ্য ভালো রাখতে তামাক জাত পণ্যের কর ও মূল্য বৃদ্ধির জন্য নীতি নির্ধারকদের প্রতি দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার (৩১ মে) সকালে ভোলা প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ গ্রহণ করেন সমাজের বিভিন্ন বয়সের মানুষ। আর মানববন্ধনের আয়োজন করেছে ডেভলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)।
 
মানববন্ধনে বক্তারা বলেন, তামাক জাত পণ্য সেবনের ফলে সমাজের নিন্ম আয়ের মানুষের আর্থিক অপচয় হয় এবং তরুন সমাজ এটি সেবনের জন্য তাদের শরীর ও স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। এজন্য তামাক জাত পণ্যের কর ও মূল্য বৃদ্ধি হলে নিন্ম আয়ের মানুষ ও তরুন সমাজ এটির সেবন কমিয়ে কমিয়ে দিবে। এতে আর্থিক অপচয় রোধ কমে যাবে এবং তরুন সমাজের শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
 
ডরপ টোবাকো কল্টল প্রজেক্টের এ্যাডভোকেসী অফিসার তরুন কান্তি দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ডরপ এর সিএসও দলের সদস্য অমিতাভ অপু, সিএসও দলের সহ সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, যুব ফোরামের সদস্য জাগো নিউজ২৪ ও বাংলা টিভির প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ, দৌলতখানের মদনপুর ইউনিয়নের ইউপি সদস্য ইয়ারুল আলম হেলাল মাস্টার, যুব ফোরামের সদস্য হারুনুর রশিদ শিমূলসহ প্রমুখরা।
 
এসময় ডরপ এর সিএসও, মা সংসদ ও যুব ফোরামের সদস্যসহ বিভিন্ন পেশার প্রায় অর্ধ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

 





আরও...