অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় দায়ের কোপে ছোট ভাইয়ের ৩ আঙ্গুল বিচ্ছিন্ন


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ২৮শে মে ২০২২ রাত ১১:১৮

remove_red_eye

৩২৫




বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আবুল বাশার (২২) নামের ঢাকা তিতুমির কলেজের মার্কেটিং বিভাগেরে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে কুপিয়ে হাতের ৩টি আঙ্গুল বিচ্ছিন্ন করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১ টায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া ৪ নং ওয়ার্ডের রঞ্জন আলী বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে।
আহত বাশার জানান, গত রবিবার তাদের ওয়ারিশের সম্পত্তিতে তার চাচাতো ভাই মোঃ সোলায়মান কাউকে কিছু না জানিয়ে সুপারি গাছের চারা রোপন করে। এ সময় খবর পেয়ে বাশার সোলায়মানেক বাধা দিলে সুপারি গাছের চারা রোপণের কাজে ব্যবহৃত দা দিয়ে তার ঘাড়ে কোপ দিলে হাত দিয়ে প্রতিহত করার সময় তার হাতের তিনটি আঙ্গুল দায়ের কোপে বিচ্ছিন্ন হয়ে যায়। বাশারকে বাঁচাতে গেলে এসময় তার মা আয়শা খাতুন ও মাথায় আঘাত পান। এ সময় সোলায়মানের বোন লুৎফা, সোলায়মানের মা বিবি খতেজা সহ অজ্ঞাত আরো কয়েকজন বশারের মাকে এলোপাথরি আঘাত করতে থাকে। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় বাশার ও তার মাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ভোলা হাবিব মেডিকেল সেন্টারে ডা: ফয়জুল হক এর তত্বাবধানে বিচ্ছিন্ন তিনটি আঙ্গুলের অপারেশন করা হয়। অপর দিকে বাশারের চাচাত ভাই অভিযুক্ত সোলেমান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ঘটনা স্থলে ছিলেন না। তারা গাছ রোপন করতে গেলে বাশার বাধা দেয়। এসময় তার মাকে উল্টো মারধর করে। চরসামাইয়া ০৪ নং ওয়ার্ডের মেম্বার শফিক জানান, এ ব্যাপারে তিনি চেয়ারম্যানকে জানিয়েছেন। আহত বাশার ঢাকা তিতুমীর কলেজের মার্কেটিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আহত বাশারের ভগ্নিপতি মো: জুলহাস জানান, এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি গ্রহণ করছেন।





আরও...