অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ২ ডায়াগনস্টিক সেন্টার ঔষধের দোকান ও ভূয়া ডাক্তারকে জরিমানা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে মে ২০২২ রাত ১১:১৬

remove_red_eye

৩৫৫


  বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জের হাট এবং পৌর শহরের হাসপাতাল রোড, কুঞ্জেরহাট বাজারে অবস্থিত ০১ টি বেসরকারী ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ফার্মেসীসমূহে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  শনিবার বিকাল সাডে় তিনটা হতে রাত সাডে় আটটা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. সাইফুর রহমান ওই অভিযান পরিচালনা করেন।
ইউএনও  সাইফুর রহমান জানান,অভিযানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো রেজিষ্ট্রেশনের আবেদনের প্রমানপত্র প্রদর্শন করে। তাঁদেরকে ০৩ দিনের মধ্যে সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার আল্টিমেটাম দেয়া হযে়ছে।
এছাড়া মেয়াদোত্তীর্ণ  রিএজেন্ট ব্যবহার করার জন্য  জনকল্যাণ ডায়াগনিস্টিক সেন্টারকে দুই হাজার ও পপুলার ডায়াগনিস্টিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হযে়ছে।
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্সবিহীনভাবে ভেটের্নারী প্রডাক্ট বিক্রির জন্য সৈয়দ  ফার্মেসীকে দশ হাজার টাকা, কুঞ্জেরহাটের রঞ্জন ফার্মেসীকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া  রঞ্জন  ফার্মেসীতে ভূয়া ডাক্তার শফিউলকে বিশ হাজার টাকা জরিমানা করা হযে়ছে।
ওই সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মশিউর রহমান সাদী,ডা. তারেক,ডা. ইমরান,ওসি(তদন্ত)আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।