অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় পুলিশের জনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মে ২০২২ রাত ১২:৪৬

remove_red_eye

৪৬৮

এইচ আর সুমন II ভোলা পুলিশ সুপার সাইফুল ইসলামের দিক নির্দেশনায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ও ভেদুরিয়া ইউনিয়নে জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ মে) বিকালে পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার ও ভেদুরিয়া ইউনিয়নের ভেদুরিয়া লঞ্চঘাট বাজারের পাশে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় শিশুমৃত্য প্রতিরোধে সচেতনতা, মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস , নারী ও শিশু নির্যাতন দমন, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার লক্ষে আলোচনা করা হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার। পথসভায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ সরদার বলেন, প্রতিটি শিশুর প্রান অত্যন্ত মুল্যবান। গত ৪ মাসে ভোলা জেলাতে ৬৫ টির উপরে শিশু পানিতে ডুবে মারা গিয়েছে। তাছাড়া প্রতিনিয়ত শিশুমৃত্যুর খবরে প্রচন্ডভাবে মর্মাহত হচ্ছি। বস্তুত ভোলা একটি দ্বীপ জেলা হওয়ায় এবং আসন্ন বর্ষা মৌসুমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার আশংকাজনকভাবে বৃদ্ধি পেতে পারে এমন ভাবনা থেকেই গত কয়েক দিন হতেই ভোলা ও দৌলতখান থানার বিভিন্ন  হাট বাজারে,  বাসস্ট্যান্ড, লঞ্চঘাটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করে যাচ্ছি।  আমাদের এই   ক্ষুদ্র প্রচেষ্টায় যদি একটি শিশুর ও প্রান বেঁচে যায় তাতেই আমাদের স্বার্থকতা। এ জাতীয় অনানুষ্ঠানিক পথসভার আর একটি উদ্দেশ্য হচ্ছে জমিজমা, আর্থিক লেনদেন, ইভটিজিং,  মাদক সংক্রান্ত বিষয়ে ও মানুষকে সচেতন করা। তাছাড়া অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আরও  বলেন ৯৯৯ এর সকল ডাকে শতভাগ সাড়া দিচ্ছে ভোলা জেলা পুলিশ এবং পুলিশি সেবা গ্রহনের ক্ষেত্রে কোন আর্থিক লেনদেনের সুযোগ নেই মর্মে তিনি  উল্লেখ করেন। মাননীয় আইজিপি মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ সুপার, ভোলা  মহোদয়ের প্রত্যক্ষ তত্তাবধানে পুলিশি সেবাকে গনমূখী করার জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন ভোলার এই উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এসময় আরো উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল, পশ্চিম ইলিশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সেলিম প্রমূখ।





আরও...