অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন ১৪৩২


ফেক আইডি খুলে ভোলায় প্রেমের নামে প্রতারণা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মে ২০২২ রাত ১২:৪৪

remove_red_eye

৩৮৩

সোশ্যাল মিডিয়া ফেসবুকে ফেক আইডি খুলে ভোলার এক তরুনীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে বিয়ের আশ্বাস দিয়ে ভিকটিমের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সংগ্রহ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া এবং বø্যাক মেইলের মাধ্যমে ধাপে ধাপে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় শ্যামল আহমেদ (২৩) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করা হয়েছে।  চাঞ্চল্যকর পর্নোগ্রাফি মামলায় বৃহ¯পতিবার (২৬ মে) সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে ভোলা জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (সিআইডি)। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি পুলিশ গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শ্যামল আহমেদ জানায়, সে সৌদি আরবে ড্রাইভার হিসেবে চাকুরী করা কালীন সময়ে ২০২১ সালের শেষের দিকে ফেজবুকে ফেক আইডি খুলে প্রোফাইলে জনৈক মডেলের ছবি ব্যবহার করে এবং নিজেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দেয়। উক্ত ফেক ফেসবুক আইডির মাধ্যমে ভোলার এক তরুণীর সাথে তাঁর প্রেমের স¤পর্ক গড়ে ওঠে। ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের অন্তরঙ্গ ছবি ও ভিডিও  সংগ্রহ করে। পরবর্তীতে ২০২২ সালের জানুয়ারি মাসে আসামি বাংলাদেশে এসে বিয়ের প্রলোভন দেখিয়ে উক্ত তরুণীর সাথে শারীরিক স¤পর্ক স্থাপন করে এবং গোপনে ভিডিও ধারণ করে।

ভিকটিম তাঁর প্রতারণার বিষয়টি জানতে পেরে বিয়েতে অস্বীকৃতি জানালে আসামি ভিকটিমের নাম ও ছবি ব্যবহার করে একটি ফেক ফেসবুক আইডি খুলে এবং আসামির কাছে থাকা ভিকটিমের অন্তরঙ্গ ছবি ও ভিডিওগুলো ভিকটিমের আতœীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে ছড়িয়ে দেয়।  উক্ত ভিডিও ও ছবিগুলো ইন্টারনেট থেকে মুছে ফেলার আশ্বাসে ভিকটিমকে বø্যাক মেইল করে ধাপে ধাপে অর্থ হাতিয়ে নেয় শ্যামল। ভিকটিমের পরিবার সামাজিকভাবে অসহায় হয়ে ভোলা জেলা পুলিশ সুপারের স্মরণাপন্ন হয়। পরে পুলিশ সুপার জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন (সিআইডি) কে দ্রæত সময়ে আসামি গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। এর পর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে শ্যামল আহমেদ (২৩) নামে  যুবককে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মো: গোলাম আজ জানান, প্রতারক শ্যামল আহমেদ কিছু দিন আগে সৌদি থেকে জেল খেটে দেশে ফিরেন।  গ্রেফতারকৃত প্রতারক শ্যামল আহমেদকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হলে তার জবানবন্দিতে প্রতারনার ঘটনা স্বীকার করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

ভোলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় বুধবার ২৫ মে পর্নোগ্রাফি আইন ২০১২ এর ৮(২)(৩)(৭) ধারায় একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৫৫/২২ । এদিকে এধরণের যে কোন ঘটনা ঘটলে দ্রæত  পুলিশের সহায়তা নেয়ার জন্য ভোলাবাসীকে  আহ্বান জানিয়েছেন ভোলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।





দৌলতখানে জামায়াতের বিক্ষোভ মিছিল

দৌলতখানে জামায়াতের বিক্ষোভ মিছিল

লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা

লালমোহনে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা

পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবীতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

পি আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবীতে ভোলায় জামায়াতের বিক্ষোভ মিছিল

অসহায় কর্মহীণদের স্বাবলম্বী করতে বোরহানউদ্দিন ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ

অসহায় কর্মহীণদের স্বাবলম্বী করতে বোরহানউদ্দিন ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ

প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ

প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন আজ

জামায়াতের পিআর-এনসিপির প্রতীকের আন্দোলন নির্বাচনে প্রভাব পড়বে না :  ইসি আনোয়ারুল ইসলাম

জামায়াতের পিআর-এনসিপির প্রতীকের আন্দোলন নির্বাচনে প্রভাব পড়বে না : ইসি আনোয়ারুল ইসলাম

যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক: সালাহউদ্দিন

যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক: সালাহউদ্দিন

বঙ্গোপসাগরে লঘুচাপ; সারাদেশে পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ; সারাদেশে পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা

বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা

বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ: শিক্ষা উপদেষ্টা

আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন: সারজিস

আল্লাহ আমাদের একজন প্রতিহিংসাপরায়ণ ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন: সারজিস

আরও...