অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বিএনপির প্রতিবাদ সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে মে ২০২২ রাত ১২:২৬

remove_red_eye

৩১৫

 বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমিকর প্রতিবাদে ভোলা জেলা বিএনপি প্রতিবাদ সভা করেছে। সভা শেষে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশের বাঁধার মুখে পরে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় মহাজনট্টি জেলা বিএনপি কার্যালয় থেকে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয়ের সামনেই পুলিশের বাঁধার মুখে পড়ে আর সামনে এগুতে পারে নি। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা সেখানে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শণ করেন। এর আগে দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ ট্রুম্যান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমূখ।





আরও...