অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে শিখন বিনিময়ে কর্মশালা অনুষ্ঠিত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে মে ২০২২ রাত ১২:৫২

remove_red_eye

৩২৩

 তজুমদ্দিন  উপজেলার পরিষদে মিলনায়তনে   জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং জলবায়ু পরিবর্তন  মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালীকরন প্রকল্পের  আওতায় শিখন বিনিময়ে কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।
২৫ শে  মে  বুধবার  সকাল ১১ টায়   তজুমদ্দিন উপজেলা  পরিষদ মিলনায়নে সুইডেন এ্যাম্বাসীর অর্থায়নে,  মানুষের জন্য ফাউন্ডেশন (এম জে এফ) এর সহযোগিতায়,চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি  (সিডিএস ) এর বাস্তবায়নে শিখন বিনিময়ে কর্মশালা  অনুষ্ঠিত হয় ।


তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম এর  সভাপতিত্বে অনুষ্ঠিত শিখন বিনিময় কর্মশালা   বক্তব্য প্রদান করেন তজুমদ্দিন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা,চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির  নির্বাহী পরিচালক জাহানারা বেগম ,চাঁদপুর ইউনিয়ন চেয়ারম্যান, একে এম শহিদুল্লাহ কিরন, চাঁচড়া ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের মিয়া  ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্থানীয় জনগণের অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে নাগরিক সমাজ ও সরকারী প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় শিখন বিনিময় কর্মশালা  অংশ নেয় প্রকল্পের উপকার ভুগী,  কৃষক, ও সুশীল সমাজের  নারী পুরুষ অংশ নেয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রকল্প সমন্বয়ক বাসুদেব গুহ।


নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম বলেন,শিখন বিনিময় কর্মশালা  চলমান থাকলে কাজের মান,সেবার মান বৃদ্ধি পাবে। এজন্য সরকারের বিভিন্ন বিভাগ প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। তবে প্রত্যাশীত জনসেবা প্রাপ্তির ব্যাপারে জনগনের মধ্যে শিখন কর্মশালা  বেশি প্রয়োজন। জনগন যত বেশি শিখবে ততবেশী   উন্নয়ন ও জনসেবা তত বেশি নিশ্চিত হবে।