অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ | ২০শে চৈত্র ১৪৩১


ভোলায় জেলা পুলিশ ও বিচার বিভাগের প্রীতি ক্রিকেট ম্যাচ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মে ২০২২ রাত ১০:০১

remove_red_eye

৫২৫



এইচ আর সুমন : ভোলা পুলিশ লাইন্স মাঠৈ উৎসবমুখর পরিবেশে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। । প্রীতি ক্রিকেট ম্যাচে টাইগার্স  দল বিজয়ী হয়।
ভোলা বিচার বিভাগের আয়োজনে (২৪ ই মে  মঙ্গলবার) বিকাল ৫টায়  ভোলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ ও বিচার বিভাগের সমন্বয়ে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রীতি ক্রিকেট ম্যাচে জেলা ও দায়রা জজ, ভোলা,মোঃ মহসিনুল হকের নেতৃত্বে ভোলা কিংস এবং ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে ভোলা টাইগার্স দুটি দল অংশগ্রহণ করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে খেলায় ভোলা কিংস কে হারিয়ে ভোলা টাইগার্স দল ৩ উইকেটে বিজয়ী হন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, ভোলা, নুরুল আমিন নিপু,  চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,ভোলা,শরীফ মোঃ সানাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),ভোলা, আছাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর  সার্কেল),ভোলা,মোঃ ফরহাদ সরদার  ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ভোলা, আর আই, পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশ ও বিচার বিভাগের সদস্যবৃন্দরা।





আরও...