অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলায় বিকল্প কর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে ১৫ জেলের মাঝে গাভী বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে মে ২০২২ রাত ১১:৪৪

remove_red_eye

২৯৬

নিষেধাজ্ঞা কালিন সময়ে বেকার জেলেদের বিকল্প কর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে ভোলার দৌলতখানে প্রান্তিক জেলেদের মাঝে গাভী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে দৌলতখান উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচীর উদ্বোধন করেন ভোলা- ২ আসনের সংসদ সদস্য আলী আজম মকুল।এসময় ১৫ জন প্রান্তিক জেলেকে গাভী (বকনা বাছুর) বিতরণ করা হয়।ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিষেধাজ্ঞা কালীন সময়ে জেলেদের আয় বৃদ্ধি ও পরিবারে স্বচ্ছলতা ফেরাতে গরু পালনের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান তৈরিতে কর্মসূচী নেয় মৎস বিভাগ।  


এই প্রকল্পের মাধ্যমে পর্যায় ক্রমে জেলার সাড়ে তিন হাজার জেলেকে গাভীকে প্রাদান করা হবে।গাভী বিতরন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর ইসলাম খান, দৌলতখান পৌর মেয়র জাকির হোসেন তালুকদার,জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম,দৌলতখান উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহফুজ হাসনাইন সহ আরো অনেকে।