অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সাঁচরা চ্যাম্পিয়ন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মে ২০২২ রাত ১০:৫১

remove_red_eye

৩০৭



বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল(অনুর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনালে সাঁচরা ইউনিয়ন একাদশ টাইব্রেকারে ৫-৪ গোল ব্যবধানে কুতুবা ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

ভোলা-২( বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের হাতে ট্রপি তুলে দেন। রোববার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে গোল শূণ্য থাকায় তা চূড়ান্ত মিমাংসার জন্য টাইব্রেকারে গড়ায়। কয়েক হাজার দর্শক ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে খেলা উপভোগ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আলী আজম মুকুল এমপি বলেন, যারা আজ জাতির পিতার নামে এই টূর্ণামেন্ট খেলেছে তাঁদের কারো জন্মই জাতির পিতা জীবিত থাকাকালে হয়নি। বাংলাদেশের শ্রষ্ঠা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে হবে। তাঁ আদর্শ সম্পর্কে জানতে হবে। সেসাথে তাঁর আদর্শ বুকে ধারণ করে দেশের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুর রহমানের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রাসেল আহমেদ, আবাসিক প্রকৌশলী মো. ফিরোজ হেসেন সন্যামত, ওসি শাহীন ফকির বিআরডিবি চেয়ারম্যান মো. জসিমউদ্দিন, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল প্রমুখ। উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সরোয়ার শিমুল জানান, ওই টুর্নামেন্টে মোট দশটি দল অংশ নিয়েছে। ফাইনাল ম্যাচে ম্যাচ পরিচালনা করেন, জাভেদ হোসেন। তাঁকে সহযোগিতা করেন, মো. জুয়েল ও রাজন পঞ্চায়েত। এছাড়া ধারাভাষ্যে ছিলেন  মেহেদী হাসান, মুমশাদ দূররানী ও ফয়েজউ্যাহ ফয়েজ।