অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


শেখ হাসিনার নেতৃত্বে তৃনমূল আওয়ামীলীগ সুসংগঠিত : এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে মে ২০২২ রাত ১০:৪৯

remove_red_eye

৩৫০


                                      
এম নয়ন, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, তৃনমূলের সৎ, মেধাবী,ত্যাগী ও পরোপকারীদের নেতৃত্বে আনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দল গঠন করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে তৃনমূল আওয়ামীলীগ  আজ সুসংগঠিত।  আওয়ামীলীগ   ওয়ার্ডের নেতারাই সব সময় কাছাকাছি থাকে, বাড়ী বাড়ী যায়, মানুষের সুখ দুখের খোঁজ রাখে। এইজন্যই তৃনমূলের নেতৃত্ব শক্তিশালী করে উন্নয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
রবিবার সকাল  উপজেলা  চাঁচড়া  ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগ কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
চাঁচড়া ৭ নং ওয়ার্ড আ'লীগ সভাপতি আঃরব,৮ নং বশার, ৯ নং কইছর আহম্মদ এর  সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ'লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,ইউপি চেয়ারম্যন মোঃ আবু তাহের, শহিদুল্যাহ কিরণ, মেহেদি হাসান মিশু, মোঃ রাসেল,চাঁচড়া ইউনিয়নের সভাপতি সামছল হক মাষ্টার ,আওয়ামীলীগ সহযোগী সংগঠন এর সভাপতি,  সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ।