অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনের স্মরণ সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মে ২০২২ রাত ১১:১৩

remove_red_eye

৩৪৯

 ভোলার চর সামাইয়া বন্ধু জন মাধ্যমিক বিদ্যালয় এর প্রয়াত প্রধান শিক্ষক মোঃ হারুন স্যারের স্মরণ সভা গতকাল বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম সেলিম, পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মাহমুদ, নিজাম হাসিনা মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক মোঃ মইনুল হোসেন শিপু, শান্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফায়েল আহমেদ,চর পাতা মাধ্যমিক বিদ্যালয় এর  প্রধান শিক্ষক মোঃ ফয়েজ আহমেদ,ব্যাংকেরহাট মাধ্যমিক বিদ্যালয় এর  শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রহমান বাবলু,এরব হাই স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক মোঃ মনিরুল ইসলাম মনির, পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালক সৈয়দ নজরুল ইসলাম, ভোলার সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন ও ভোলা জেলা পরিষদ কর্মকর্তা মোঃ সানা উল্লাহ।

স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস শহীদ তালুকদার।সভা উপস্থাপন করেন সিনিয়র শিক্ষক মোঃ জুয়েল উদ্দিন। স্মরণ সভায় বক্তারা মরহুম হারুন স্যারের কথা তুলে ধরে বলেন তিনি সদালাপী,বিনয়ী পরোপকারী ভাল মানুষ ও শিক্ষক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠক ছিলেন।তার আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্যদের ও বিদ্যালয় অপূরণীয় ক্ষতি হয়েছে। স্মরণ সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন এরব হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ মনিরুল ইসলাম মনির। মরহুম হারুন স্যারের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।





আরও...