অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলার তজুমদ্দিনের মেঘনায় দুই জেলে ট্রলার ডুবি


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে মে ২০২২ রাত ০৯:৫১

remove_red_eye

৩০১


 তজুমদ্দিন সংবাদদাতা : ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ঘূর্ণিবাতাসের কবলে পড়ে মাছ শিকারে যাওয়া দুই জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারে থাকা ১৪ জেলে নদীতে পড়ে ¯্রােতের টানে ভেসে যায়। পরে মনপুরা থানার কোষ্টগার্ডের সদস্যরা মাছ ধরার সময় অপর জেলে ট্রলারের মাল্লাদের সহযোগীতা নিয়ে ভেসে যাওয়া মাঝি-মাল্লাদের নিরাপদে উদ্ধার করেন।

সুত্রে জানা গেছে, উপজেলার শশীগঞ্জ ঘাটের আলাউদ্দিন ও জামাল মাঝি শনিবার ভোররাত ৪ টার দিকে নদীতে মাছ শিকারে যায়। আলাউদ্দিন সকাল পৌনে আটটার দিকে জাল টেনে ঘাটে ফেরার সময় লতারচর এলাকার মেঘনায় আসলে নদীতে আচমকা ঘূর্ণিবাতাসের সৃষ্টি হয়। এসময় প্রচন্ড বাতাস ও ঢেউয়ের চাপে ট্রলার উল্টে ৮ জেলের সকলে নদীতে পরে যায়। অপর এক ঘটনায়, মেঘনার বাসন ভাঙ্গা চরের পূর্ব পাশে জামাল মাঝির মাছ ধরারত ট্রলারও ছয় মাল্লা নিয়ে উল্টে যায়।  

শশীগঞ্জ মৎস আড়ৎদার সমিতির সভাপতি হাসেম মহাজন জানান, তার আড়তের আলাউদ্দিন মাঝির ট্রলার ঝড়োবাতাসের সময় তীব্র ¯্রােত ও ঢেউয়ের কারনে মাস্তুল ভেঙ্গে দ্বিখন্ডিত হয়ে যায়। এতে সাত জেলে নৌকার ভেঙ্গে যাওয়া মাস্তুল ধরের ¯্রােতের টানে ভাসতে থাকে। প্রায় দুই ঘন্টা ভেসে চর সামছুদ্দিন নামে একটি জনমানবহীন দ্বীপে আশ্রয় নেয় তারা। অপর জেলে সেরাজল (৬৫) ¯্রােতে ভেসে যাওয়ার সময় মনপুরা উপজেলার হাসান মাঝির জেলেরা তাকে উদ্ধার করে। মাল্লা সিদ্দিক (৫২) ও আলাউদ্দিন (৪৫) কে আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

শশীগঞ্জ ঘাটের জামাল মাঝি জানান, বাতাসের কবলে পড়ে ছয় জেলেসহ নদীতে পড়ে যান। এসময় পাশর্^বর্তী মাছ ধরারত আলাউদ্দিন মাঝির জেলেরা দ্রæত সবাইকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। তাদের নৌকা ও জালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে. এম. শাফিউল কিঞ্জল এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া জেলেদেরকে মনপুরা ও তজুমুদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে সমন্বয় করে প্রাথমিক চিকিৎসা শেষে তজুমদ্দিন মৎস্য সমিতির সভাপতির নিকট হস্তান্তর করা হয়।