অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় কালবৈশাখী ঝড়ে বাল্কহেড ডুবি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে মে ২০২২ বিকাল ০৩:০৭

remove_red_eye

২৭৮

ভোলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে বালু বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ সময় ঝড়ের কবলে ৩ টি দোকান ঘর দুমড়েমুচড়ে যায়।শনিবার(২১ মে)  সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলী মাছ ঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা  জানান, ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।বেলা সাড়ে ৭ টার দিকে হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে। এক পর্যায় ঝড়ের কবলে পরে নদীতে থাকা এম ভি তামিম শামিম নামে একটি বালু বোঝাই বাল্কহেড ডুবে যায়। এসময় আমরা বাল্কহেড থাকা ৬ জনকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করি। এসময় তার পাশে থাকা এম ভি হ্রদয় নামের একটি খালি বাল্কহেড এসে মাছঘাটের ৩ টি দোকানে ধাক্কা দেয়। মাছ ঘাটে একটি  চায়ের দোকান দুটি মাছের আড়ত দুমড়ে মুচড়ে যায়।

ডুবে যাওয়া এমভি তানিম শামীম বাল্কহেড নাবিক মো. মনির বলেন, আমরা নদী ভাঙ্গনের ইমারজেন্সি কাজে জন্য বালুনিয়ে যাওয়ার সময়
হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমাদের বাল্কহেড ডুবে যায়। পরে আমার নদীতে ঝাপিয়ে পড়ি। এসময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে।

ভোলার ইলিশ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল বাদশা জানান, ভোলার মেঘনা নদী ভাঙন রোধে ইমারজেন্সি কাজে ব্যবহারের জন্য বালু বোঝাই  করে এমভি তামিম শামিম নামে একটি বাল্কহেড যাচ্ছিল। তুলাতুলী মাছ ঘাট মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। তবে ওই সময় বলগেটে থাকা শ্রমিকরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় কেউ হতাহত হননি।

 





আরও...