অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় ২৫ কোটি টাকা ব্যায়ে ৯৪টি ব্রীজ-কালভার্ট নির্মাণ হচ্ছে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই জুলাই ২০১৯ রাত ১০:২৯

remove_red_eye

৭৩৯

হাসনাইন আহমেদ মুন্না : জেলায় চলতি অর্থবছরে ৭ উপজেলায় ২৫ কোটি টাকা ব্যায়ে ৯৪টি ব্রীজ-কালভার্ট নির্মাণ করা হচ্ছে। গ্রামীণ এলাাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করার লক্ষ্যে জেলা ত্রাণ ও পূর্ণবাসন কার্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। সর্বোচ্চ ১২ ফিট ও সর্বনি¤œ ৪০ ফিট দৈর্ঘের এসব ব্রীজ-কালভার্ট নির্মিত হলে জনগণের জীবন আরো উন্নত ও সহজ হবে। একইসাথে দূর্যোগকালীন সময়ের ঝুঁকিও কমে যাবে।
জেলা ত্রাণ ও র্পূণবাসন শাখা সূত্র জানায়, জেলার ৭ উপজেলার মধ্যে সদরে নির্মান হবে ২৬টি ব্রীজ-কালভার্ট। বোরহানউদ্দিন উপজেলায় হবে ১১টি, দৌলতখান, লালমোহন ও তজুমোদ্দিনে ১০টি করে ৩০টি। চরফ্যশনে ২২টি এবং মনপুরায় ৫টি ব্রীজ-কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া বর্তমান বছরে ২০ কিলোমিটার হেরিং বন সড়ক নির্মাণ করা হবে।
এ ব্যাপারে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেন,বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদে এই জেলায় ব্যাপক ব্রীজ-কালভার্ট সংস্কারসহ নতুন করে নির্মাণ করা হয়েছে। ফলে মানুষের যাতায়াতের পথ সুগম ও আরামদায়ক হয়েছে। এই অর্থবছরে নতুন করে আরো ৯৪টি ব্রীজ-কালভার্ট নির্মাণ সম্পন্ন হলে সাধারণ মানুষের নিরবিচ্ছিন্ন যোগাযোগের ক্ষেত্রে বিরাট ভুমিকা পালন করবে। মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনসহ জীবন যাপনে দুর্ভোগ কমে গিয়ে স্বস্তি ফিরে আসবে।
জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা এবিএম আকরাম হোসেন বলেন, ইতোধ্যে এই অর্থবছরের ৯৪টি ব্রীজ-কালভার্ট’র মধ্যে বেশ কয়েকটির নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। সাধারণত ১৫ ফিটের নিচে হলে তাকে কালভার্ট ও ১৫ ফিটের বেশি হলে তাকে আমরা সেতু বলে থাকি। এসব সেতু-কালভার্ট পল্লী এলাকার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন তিনি।