অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে নিখোঁজের ৩৪ ঘন্টা পর জেলের লাশ উদ্ধার


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে মে ২০২২ রাত ০৯:৩৬

remove_red_eye

৩৬৬


বাংলার কণ্ঠ প্রতিবেদক  : ভোলার মেঘনা নদী রেনু ধরতে গিয়ে নিখোঁজের ৩৪ ঘন্টা পর মোঃ মঞ্জু ইসলাম (৩০) নামে জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা। নিহত জেলে মঞ্জু ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেয়ামুল্লা গ্রামে মোঃ         অজিউল্লাহ এর ছেলে।

তজুমদ্দিন থানার কর্মকর্তা (ওসি ) এসএম জিয়াউল হক সত্যতা নিশ্চিত করে শুক্রবার সকালে  জানান, বৃহস্পতিবার (১৯ মে ) সন্ধ্যায় তজুমদ্দিন উপজেলার দাদাল কান্দি মেঘনা নদীতে এক ব্যাক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই লাশটি উদ্ধার করে। পরে নিখোঁজ জেলে মঞ্জু ইসলামের পরিবার লাশ সনাক্ত করলে আমরা নিশ্চিত হই এটি নিখোঁজ জেলে মঞ্জুর লাশ।

উল্লেখ্য, গত বুধবার (১৮ মে ) সকালে ৯ টার দিকে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ¯øুইসঘাট এলাকার মেঘনা নদীতে রেনু ধরতে গিয়ে মেঘনা নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় জেলে মঞ্জু ইসলাম।