অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোরের কাগজের স¤পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে দৌলতখানে মানববন্ধন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে মে ২০২২ রাত ১০:৩০

remove_red_eye

৩৫৮




 দৌলতখান প্রতিনিধি : দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, স¤পাদক শ্যামল দত্তসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানহানিকর মামলা দায়েরের  প্রতিবাদে ভোলার দৌলতখানে  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার  (১৯ মে) সকাল ১১টায় দৌলতখান প্রেসক্লাবের উদ্যোগে দৌলতখান পৌর শহরের টাউনহল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দৌলতখান প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত  প্রতিবাদ সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বলেন,  বস্তুনিষ্ঠ  সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকতার জন্য হুমকি । এধরনের হয়রানিমূলক মামলা স্বাধীন সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াবে।  সুষ্ঠু তদন্তের মাধ্যমে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতারা। এসময় দৈনিক যুগান্তর প্রতিনিধি শ.ম ফারুক, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ মিজানুর রহমান , দৈনিক মানবজমিন প্রতিনিধি জাকির আলম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মেহেদী হাসান শরীফ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি রোমানুল ইসলাম সোহেবসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।