অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বড় ভাই’র জমি কিনে ছোট ভাই’র হামলার মুখে ক্রেতা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে মে ২০২২ সকাল ০৯:২৮

remove_red_eye

৩২৯

ভোলার শিবপুরের ৬ নং ওয়ার্ডে ৫ বছর আগে বড় ভাই’র বিক্রি করা  জমি থেকে ভোগ দখলকারীদের উৎখাত করতে মরিয়া হয়েছে উঠেছেন ছোটভাই আব্দুল মাজেদ গ্রæপ। জমিতে বববাসকারী আবু মুসাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। তার ঘরের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। বাড়ি ও জমি ছেড়ে দিতে বলা হয়। সন্ত্রাসী আখ্যা দিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দেয়া হয়েছে । এমন পরিস্থিতিতে  বুধবার ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিরাপত্তা চান আবু মুসা।

 লিখিত বক্তব্যে আবু মুছা জানান, ২০১৭ সালে তিনি মৃত আব্দুল ওহাব হাওলাদারের বড় ছেলে আবুল বাশারের কাছ থেকে ৩৬ শতাংশ জমি কিনে তাতে ঘর উত্তোলন করে বসবাস করে আসছেন। এ বছর ৪ এপ্রিল তার ক্রয়কৃত জমিতে আরেকটি ঘর ও তিনটি দোকান ঘর নির্মান করাজ শুরু করেন। হঠাৎ করে আব্দুল মাজেদ ও তার ভগ্নিপতি মোঃ মিজানুর রহমান ভাড়াটে সন্ত্রাসীসহ এসে ঘর নির্মানের কাজ বন্ধ করে দেন। একই সঙ্গে ওই জমি ছেড়ে চলে যাওয়ার আল্টিমেটাম দেয়। ওই জমি তাদের বলে দাবি করেন।

অথচ ২০১৭ সালে জমি ক্রয়ের আগেই পারিবারিক বন্টন নামায় ওই জমি বড় ভাই আব্দুল ওহাবকে দেয়া হয়। আব্দুল ওহাব আবু মাসার কাছে ওই জমি বিক্রি করেন। ওই পারিবারিক বন্টন নামায় আব্দুল মাজেদেরও স্বাক্ষর রয়েছে বলে জানান আবু মুসা। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা মুসার আত্মীয় মঞ্জুরুল ইসলাম, শ্যালক মোঃ ফজলে রাব্বি রিমন ও মোসলেউদ্দিন জানান, মাজেদ গ্রæপ তাদেরও হুমকী দিয়ে যাচ্ছে। জমি ছেড়ে না দিয়ে তাদের বড় ধরনের ক্ষতি করা হবে বলেও হুমকী দেয়। এদিকে আব্দুল মাজেদ জানান, তার বড় ভাই’র কাছ থেকে মুসা যে জমি ক্রয় করেছেন , ওই জমিতে ঘর না তুলে তার জমিতে ঘর তুলেছেন। তাই তারা বাধা দিচ্ছেন।





আরও...