অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে বাগদা চিংড়ির রেনু ধরতে গিয়ে মেঘনা নদীতে জেলে নিখোঁজ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মে ২০২২ রাত ১০:৩৮

remove_red_eye

৩৩৯



তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলায় বাগদা চিংড়ির রেনু ধরতে গিয়ে মেঘনা নদীতে ¯্রােতের টানে ভেসে গিয়ে মো. মঞ্জু (৩০) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। বুধবার (১৮ মে) সকাল ৯টায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ সুইজ ঘাট সংলগ্ন পল্টুন এর কাছে মাছ শিকারে গেলে  ওই জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ মঞ্জু তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কেয়ামূলা গ্রামের অজিউল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে তজুমদ্দিনের মেঘনা নদীর ¯øুইসঘাট সংলগ্ন পন্টুনের কাছাকাছি এলাকায় বাগদা চিংড়ির রেনু শিকার করছিলো জেলে মজনু। হঠাৎ মেঘনার স্রোতের টানে মাঝ নদীতে তিনি ভেসে যায়। পরে স্থানীয়রা পুলিশ কে খবর দিলে পুলিশের মাধ্যমে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি টিম নিখোঁজ জেলে মঞ্জুকে উদ্ধার অভিযান চালাচ্ছেন। তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিস সাব অফিসার সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. কামাল ইসলাম জাকির সাংবাদিকদের জানান, মেঘনায় জেলে নিখোঁজের খবর পেয়ে তাদের একটি টিম নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযান চলাচ্ছে। এছাড়া কোস্টগার্ডের ডুবুরি দল নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে।