অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


লালমোহনে বেইলি ব্রিজ ভেঙে খালে পাথর বোঝাই ট্রাক অটোরিকসা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মে ২০২২ রাত ১২:০৭

remove_red_eye

৩৪৮

 ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার ডাওরী বাজারের বেইলি ব্রিজ ভেঙে পণ্যবাহী ট্রাক অটোরিক্সা খালে পড়ে গেছে। এতে ভোলা-চরফ্যাশন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েছে গেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার সহ তিন জন আহত হয়েছে।


স্থানীয়রা জানান, লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় খালের উপর নতুন করে গার্ডার ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।  নির্মানাধীন ব্রীজের পাশেই যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে একটি বেইলি ব্রিজ নির্মান করা হয়। সকালের দিকে পাথর বোঝাই একটি ট্রাক সড়ক ও জনপথের ওই বেইলি ব্রিজ দিয়ে পার হচ্ছিল। অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে ব্রিজটি ভেঙে অটোরিকশাসহ ট্রাকটি নিচে খালে পড়ে যায়। এতে ওই ট্রাক ড্রাইভারসহ তিন জন আহত হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অন্যান্য যানবাহনে থাকা ৩ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেয়। পরে লালমোহন থানা পুলিশ ও ভোলা ফায়ারসার্ভিস যৌথ অভিযানে নেমে ট্রাক ও অন্যান্য যানবাহন উদ্ধার অভিযান চালাচ্ছে। এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় ভোলা-চরফ্যাশন সড়কের বাস ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বিকল্প ব্যবস্থায় যাত্রীরা নৌকায় পারাপার হচ্ছেন। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।তবে আগামী বুধবারের মধ্যে ব্রীজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা যাবে বলে সাংবাদিকদেও জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম।


উল্লেখ্য, ভোলা জেলা সদর থেকে চরফ্যাসনের বাবুরহাট পর্যন্ত ৯৪ কিলোমিটার দৈঘ্যের আন্ত:মহাসড়কের বর্তমান প্রস্থ ১৮ ফুট। এটি ৩০ ফুটে উন্নীত করা হচ্ছে। সড়ক উন্নয়নের জন্য খালে বাঁধদিয়ে ৪টি সেতু ও ৪৩টি কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। যানবাহন ও মানুষ চলাচলের জন্য পাশ দিয়ে বাইপাশ ব্রিজটি নির্মাণ করা হয়।





আরও...