অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


মনপুরায় ইউএনও নিজে কেঁদে কাঁদালেন সবাইকে


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মে ২০২২ রাত ১২:০৪

remove_red_eye

৩৭২

 ভোলার মনপুরা উপজেলার নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞার বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সোমবার রাত ৮ টায় উপজেলা অডিটোরিয়ামে অফিসার ক্লাবের উদ্যোগে এই বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় নির্বাহী অফিসারের (ইউএনও) এর কর্মময় দেড় বছরের আলোচনা করতে গিয়ে কেঁদে ফেলেন বক্তারা। পরে ইউএনও মোঃ শামীম মিঞা বিদায় বক্তব্যে আবেগ আপ্লুত হয়ে নিজেই কেঁদে ফেলেন। এই দৃশ্য দেখে বিদায় সভায় উপস্থিত সকলের চোখের জল সংবরণ করতে পারেনি।

এই সময় উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, সিনিয়র সহসভাপতি একেএম শাহজাহান, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল, হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর, মনপুরা সরকারী ডিগ্রী কলেজ সাবেক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজ, মাদ্রাসার প্রধানরাসহ বিভিন্ন পেশার মানুষ।