অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


নাজিম ছিলেন একজন দক্ষ ও সফল সংগঠক:এমপি শাওন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মে ২০২২ রাত ১১:৫৬

remove_red_eye

৩৬৬

ঢাকার হানিফ ফ্লাইওভারে  ২০১৮ সালের ১৭ মে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত লালমোহন ফাউন্ডেশন, ঢাকা এর সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন এর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লালমোহন প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন।


সভায় এমপি শাওন বলেন, নাজিম ছিলেন একজন সফল সংগঠক। তার নেতৃত্বে ঢাকায় পেশাজীবীদের সংগঠন লালমোহন ফাউন্ডেশনে নতুন গতি সঞ্চার হয়। তার মৃত্যুতে একজন দক্ষ সংগঠকের শূণ্যতা অনুভব করছি।


লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম জনির সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি মো. আমজাদ হোসেন, এনামূল হক রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম মাকসুদ, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন, কবি নূরুল আমিন, পৌরসভার কাউন্সিলর এহসানুল হক ফরিদ প্রমূখ।





আরও...