অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলা সরকারি কলেজ এবারও সেরা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই জুলাই ২০১৯ রাত ১১:২০

remove_red_eye

১২২১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : এ বছর এইচএসসি পরীক্ষায় ভোলা জেলায় গড় পাসের হার ৭৩.২৯ শতাংশ। পাসের হারের দিক থেকে বরিশাল বোর্ডের অধীনে দ্বিতীয় স্থান অর্জন করেছে । এদিকে এবারও ভোলা সরকারি কলেজ সেরা হয়েছে। পাশের হার ৯৪ দশমিক ৩১। জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬৫, বানিজ্য বিভাগ থেকে ৭ ও মানবিক বিভাগে ৭ জন। দ্বিতীয় স্থানে রয়েছে দৌলতখান সরকারি আবু আব্দুল্লাহ কলেজ। ওই কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫টি। ৩৩১ পরীক্ষার্থীর মধ্যে পাশ করে ৩০১ জন। পাশের হার ৯১ । তৃতীয় স্থানে রয়েছে বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ। ওই কলেজে পাশের হার ৮৬। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ২ ও বিএম-১ জন। ওই কলেজের বিএম শাখার পাশের হার ৯৮। চরফ্যাশন সরকারি কলেজে পাশের হার ৮০। জিপিএ-৫ পেয়েছে ৮টি। সরকারি ফজিলাতুন্নেছা মহিলা কলেজে পাশের হার ৭৮ । জিপিএ-৫ পেয়েছে ২টি। ফলাফল ঘোষনার পর এ সব কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্ছাস প্রকাশ করেন । পরে মিস্টি বিতরণ করা হয়। ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম জাকারিয়া জানান, তার কলেজে শিক্ষক স্বল্পতার জন্য তাদের র্পাঠদান ব্যহত হচ্ছে। অনেক লেখালেখি’র পরও শিক্ষক পাচ্ছেন না। তিনি বলেন শিক্ষক স্বল্পতা নিয়েও তার প্রতিষ্ঠান ভালো ফলাফল করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানান,জেলার সাতটি উপজেলার ৫৩টি কলেজ থেকে ৭ হাজার ৭২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৩৮৪ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৩ হাজার ৬৬২ জন এবং মেয়ে ২ হাজার ৭৩৫ জন। ভোলা জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন। এদের মধ্যে ছেলে ৪০ জন এবং মেয়ে ৯৪ জন।