অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে প্রধানমন্ত্রীর উপহারের নির্মানাধীন ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই মে ২০২২ রাত ১০:৩২

remove_red_eye

৩০৪


বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মুজিববর্ষে গ্রহহীণদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নির্মানাধীন আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের ১৪২টি ঘর পরিদর্শন করেছেন ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।

রবিবার দুপুরে উপজেলার সাঁচরা, কুতুবা ও টবগী ইউনিয়নে নির্মানাধীন ঘর পরিদর্শন করার সময় জেলা প্রশাসক মো.তৌফিক-ই-লাহী চৌধুরী নির্মানাধীন ঘরের মালামালের মান যাচাই করেন। ঘরের স্থান নির্বাচনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে তিনি কোন মতেই নিম্নমানের ইট, বালু, সিমন্টে, টিন ব্যবহার যাতে না হয় এ ব্যাপারে সতর্ক থাকতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার  মো. সাইফুর রহমান, উপজেলা প্রকৌশলী শ্যমল কুমার গাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, কুতুবা ইউপি চেয়ারম্যান নাজমুল আহসান জোবায়েদ,টবগী ইউপি চেয়ারম্যান মো. জসিমউদ্দিন হাওলাদার, পৌর কাউন্সিলর সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেনসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।