অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সন্ত্রাস জঙ্গীবাদ মাদক প্রতিরোধে বিট পুলিশিং সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই মে ২০২২ রাত ১০:২২

remove_red_eye

৩৮৯



 বাংলার কণ্ঠ প্রতিবেদক  :  ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ প্রতিপাদ্য নিয়ে ভোলায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সকালে ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলি বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার। ভোলা মডেল থানার কর্মকর্তা (ওসি) মোঃ এনায়েত হোসেনে সভাপতিত্বে অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন, ধনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদ হোসেন কবির, মডেল থানার ইন্সপেক্টর অপারেশন অফিসার মোঃ রেজাউল কবির রাজিব, ইউপি সদস্য মোঃ মনিরুল ইসলামসহ প্রমুখ।
এসময় বক্তরা সাবইকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশকে তথ্য নিয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে আহবান জানান।





আরও...