অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে গুদাম থেকে ১৭শ লিটার সয়াবিন তেল উদ্ধার


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই মে ২০২২ রাত ১০:২১

remove_red_eye

৩১৮


 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে দীর্ঘদিন ধরে পরিবেশক দোকানীদের সয়াবিন তেল নাই বলে ফিরিয়ে দিলেও শনিবার রাতে ইউএনও’র অভিযানে গুদামে মিললো ১৭৭৬ শত লিটার রূপচাঁদা ব্রান্ডের সয়াবিন তেল। ওই সময় ওই তেল জব্দসহ পরিবেশককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা রোডে  ইউএনও ও নির্বাহী হাকিম মো.সাইফুর রহমান রূপচাঁদা ব্রান্ডের ভোজ্য তেলের পরিবেশক মেসার্স মাকসুদুর রহমান এন্টারপ্রাইজের গুদামে(সাবেক চিত্রমনি সিনেমা হল) অভিযান পরিচালনা করেন। ওই সময় তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গুদাম থেকে  বোতল ও প্যাকেটজাত ১ হাজার ৭ শত ৭৬ লিটার সয়াবিন তেল জব্দ করেন।
ইউএনও মো. সাইফুর রহমান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে  ১ হাজার ৭ শত ৭৬ লিটার সয়াবিন তেল জব্দ করেন। ওই সময় মেসার্স মাকসুদুর রহমান এন্টারপ্রাইজের মালিক মাকসুদুর রহমান চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। রাতেই ওই তেল পৌর শহরের ভূমি অফিসের সামনে সাধারণ ক্রেতাদের কাছে তেলের গায়ের মূল্যে লিটার প্রতি ১৬০ টাকা ধরে বিক্রি করে দেয়া হয়। এদিকে পৌর শহরের মুদি ব্যবসায়ী মো. বাবুল, মো. আজাদ সহ আরো অনেকে জানান,তাঁরা খুচরা বিক্রির জন্য পাইকারি দামে তেল কিনতে গেলে সরবরাহ নেই বলে পরিবেশক ফিরিয়ে দিয়েছিলেন।